জীবন বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


61) মৌমাছি হুল ফোটানোর সময় কোন অ্যাসিড প্রয়োগ করার ফলে আমাদের ব্যথা অনুভূত হয় ?
A) মিথানোয়িক অ্যাসিড
B) সাইট্রিক অ্যাসিড
C) ফরমিক অ্যাসিড
D) অ্যাসিটিক অ্যাসিড

62) উদ্ভিদের মধ্যে অবিলম্বে যে কার্বোহাইড্রেট ব্যবহৃত হয় না তাকে এই রূপে সংরক্ষণ করা হয়?
A) অ্যামাইনো অ্যাসিড
B) চর্বি
C) মাড় (স্টার্চ)
D) ফ্যাটি অ্যাসিড

63) সাক্সিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি করে নিম্নের কোনটি ?
A) ফিউমরিক অ্যাসিড
B) ম্যালিক অ্যাসিড
C) আইসো সাইট্রিক অ্যাসিড
D) ফরমিক অ্যাসিড

64) তেঁতুলে কোন অ্যাসিড থাকে?
A) ল্যাকটিক অ্যাসিড
B) ফরমিক অ্যাসিড
C) টারটারিক অ্যাসিড
D) কোনোটিই থাকে না

65) ফুসফুস, হৃৎপিণ্ড ও ক্ষুদ্রান্তে সরবরাহকারী করোটি স্নায়ু হলো--
A) ট্রাইজেমিনাল
B) অ্যাবডুলেন্স
C) অকুউলোমোটর
D) ভেগাস

66) অক্সানোমিটার ব্যবহৃত হয় কি পরিমাপ করতে--
A) উদ্ভিদের বৃদ্ধি
B) সালোকসংশ্লেষের হার
C) উদ্ভিদের উচ্চতা
D) উদ্ভিদে জলের পরিমাণ

67) কোন উদ্ভিদের পাতার উপক্ষার চামড়া পাকা করতে ব্যবহৃত হয়--
A) কফি
B) কোক
C) চা
D) কাজুবাদাম

68) একটি প্রকারের অযৌন প্রজনন এর সনাক্তকরণ করো যেটিতে একটি উদ্ভিদ তার অংশগুলির যেমন শিকড়, কান্ড এবং পাতার মাধ্যমে প্রজজনে জড়িত থাকে ?
A) অঙ্গজ জনন
B) খন্ডীভবন
C) বিভাজন
D) কোরকোদগম

69) নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন?
A) সেরাটোফাইলাম
B) মনোকরিয়া
C) আইকরনিয়া
D) পিস্টিয়া

70) একটি ব্রায়োফাইট / মস -এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে , তা হল
A) রেণুধর উদ্ভিদ
B) লিঙ্গধর উদ্ভিদ
C) রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ
D) রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ

71) যে কার্বোহাইড্রেট টি উদ্ভিদ কোষের মূল উপাদান তা হল--
A) লিগনিন
B) স্টার্ট
C) সেলুলোজ
D) সুক্রোজ

72) অঙ্গগুলি যেটার একই মৌলিক কাঠামো বা কি মৌলিক নকশা কিন্তু ক্রিয়া বিভিন্ন সে গুলোকে কি বলা হয়?
A) সমসংস্থ অঙ্গ
B) জীবাশ্ম
C) জৈব জিনগত সূত্র
D) সমবৃত্ত অঙ্গ

73) মানব শরীরের নিম্নলিখিত কোন অঙ্গটি জলের পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে--
A) কিডনি
B) লিভার
C) ফুসফুস
D) হৃদপিণ্ড

74) কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয়--
A) ফুসফুস
B) ত্বক
C) অন্ত্র
D) বৃক্ক

75) মানুষের শরীরের ল্যাবরেটরি বলা হয় কোন অঙ্গকে?
A) লিভার
B) বৃক্ক
C) অগ্ন্যাশয়
D) ফুসফুস

76) লবঙ্গ হল--
A) বীজ
B) ফল
C) শুষ্ক পুস্প মুকুল
D) অঙ্গজ মুকুল

77) মানবদেহের সবচেয়ে ছোটো কোশের নাম কী?
A) শ্বেতকণিকা
B) লোহিত কণিকা
C) অনুচক্রিকা
D) স্নায়ু কণা

78) ‘ডিওডিনাম’ মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ ?
A) মত্তিক
B) অন্ত্র
C) যকৃৎ
D) ফুসফুস

79) লালারসে উপস্থিত উৎসেচকের নাম কি?
A) ইরেপসিন
B) পেপসিন
C) টায়ালিন
D) ট্রিপসিন

80) হাঁড়ে যে দুটি প্রচুর পরিমাণে পাওয়া যায়
A) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
B) ক্যালসিয়াম ও ফসফরাস
C) ক্যালসিয়াম ও পটাশিয়াম
D) ক্যালসিয়াম প্লাটিনাম